‘নিজের ফর্সা রং আমার একটুও পছন্দের নয়!’ এমন মন্তব্য করে কি বোঝাতে চাইলেন কঙ্গনা?
বলিউড ছবির নায়িকা মানেই ফর্সা গায়ের রং, আকর্ষণীয় শরীরের গড়ন, মিষ্টি হাসি। এই জিনিস গুলো মেনেই বলিউডে অনেক নায়িকা আবির্ভুত হয়েছেন। দর্শকরাও এই ভাবে নায়িকাদের দেখে অভ্যস্ত। কিন্তু অন্যদিকে ফর্সা গায়ের রং নাকি পছন্দের নয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি ফর্সা গায়ের রং ও বলিউড ইন্ডাস্ট্রির সংস্কার নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
তিনি জানিয়েছেন, তিনি ইচ্ছে করলেই নিজের ফর্সা গায়ের রং নিয়ে আরামে ফুরফুরে জীবন কাটাতে পারতেন না । কিন্তু তিনি তা করেননি। সেই পথে কিছুতেই পা বাড়াননি তিনি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কথায়, ‘পরিচালক,প্রযোজকদের বোঝাতে চেয়েছি নিজের উজ্জ্বল গায়ের রঙ,সৌন্দর্য্যটুকুই শুধু আমার মূলধন নয়। এর বাইরেও আমার গুণ রয়েছে।’ যদিও এই প্রথম নয়, এর আগেও এই নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। যার ফলে তার ফর্সা রঙের জন্য মোটা টাকার অফার পেলেও কোনো ক্রিমের বিজ্ঞপন করতে রাজি হননি কঙ্গনা।
কঙ্গনা আরো জানিয়েছেন, বলিউডের অনেকেই কাছে সুন্দরী মানেই শুধু গায়ের রং ফর্সা। কিন্তু আমি কঠোর পরিশ্রম করে আজ এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। যদি ফর্সা গায়ের রং দিয়ে হতো তাহলে হয়তো বলিউডে শুরুর বছর চারেক দিব্যি আরামে ফুরফুরে দিন কেটে যেত। কিন্তু তা আমি কিছুতেই করিনি। আমি বোঝাতে চেয়েছি সুন্দর মানে শুধু ফর্সা নয় ভেতরে আরো অনেক গুন্ থাকে যা সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়। তবে আমার এই ফর্সা গায়ের রং মোটেও পছন্দের নয়। বলতে পারেন এটা আমার অপছন্দের তালিকায় পরে’।
তিনি আরো জানিয়েছেন, ‘আমার বোন রঙ্গোলি একটু শ্যামলা হলেও বেশ সুন্দর । আর আমি আমার বোনের জন্য কোনো ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করিনি। কারণ, এতে আমার বোনকে অপমান করা হয়। তবে শুধু আমার বোন। দেশের আরো অনেক শ্যামলা নারী আছে তাদেরকেও অপমান করা হয়। আর তাদের আমি কিছুতেই অপমান করতে পারবো না।’