করোনা তার দ্বিতীয় ঢেউয়ে ফের থাবা মারা শুরু করে দিয়েছে। সমস্ত জায়গায় মারণ ভাইরাস তার খেলা শুরু করে দিয়েছে। বলিউড থেকে টলিউড সাধারণ মানুষ কেউ বাদ পড়ছে না। করোনা আবহের মধ্যেই প্রয়াত হলেন বলিউডের অভিনেতা অমিত মিস্ত্রি।
হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেলেন এই অভিনেতা। আজ সকালে খাওয়া দাওয়ার পর আচমকাই বুকে বেথা হতে শুরু করে। তারপর অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন ।
View this post on Instagram
গত বছর অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল অভিনেতা অমিতকে। অভিনেতাকে ওয়েব সিরিজ ছাড়াও,‘কেয়া কহেনা’, ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘৯৯’, ‘আ জেন্টলম্যান’, ‘শোর ইন দ্য সিটি’-ছবিতে অভিনয় করেছেন অমিত।
বলিউডের অভিনেতা অমিতের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউড। শুক্রবার অভিনেতা অমিতের শরীর এতটাই খারাপ ছিল যে বাড়ির লোক হাসপাতালে নিয়ে যেতে পারেননি। শুক্রবার সকালেই অমিতের ম্যানেজার মহর্ষি দেশাই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বলিউডের বহু অভিনেতা এখনো অবধি টুইট করেছেন। করণ ভি গ্রোভার ইতিমধ্যেই টুইট করে লিখেছেন,”শকিং এবং খুবই খারাপ খবর। শান্তিতে থেকো ভাই।”