অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাঠি হাতে ট্রাফিক সামলাচ্ছেন ডিএসপি ‘শিল্পা সাহু’, শোরগোল নেটদুনিয়ায়
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলিতে বা ছবিতে এমন কিছু ঘটনা থাকে যা আমাদের অবাক করে দেয় এবং এটা শিখিয়ে দেয় যে দায়িত্ব বা কর্তব্য কাকে বলে। সম্প্রতি টুইটারে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক গর্ভবতী পুলিশকর্মী ট্রাফিক সামলাচ্ছেন। জানা গিয়েছে পুলিশকর্মীর নাম শিল্প সাহু এবং তিনি ছত্তিশগড় পুলিশ স্টেশনের ডিএসপি। লাঠি হাতে নিয়ে তিনি শুধু ট্রাফিক সামলাচ্ছেন না, তাঁর সাথে পথচলিত সকলকেই কোভিড বিধি মেনে চলার নিয়ম কানুনও শোনাচ্ছেন। বাস্তার জেলার দন্তেওয়াড়ায় কর্ত্যবরত রয়েছেন ডিএসপি শিল্পা সাহু। সেখানকারই ছবিটি ভাইরাল হয়েছে।
तस्वीर दंतेवाड़ा DSP शिल्पा साहू की है
शिल्पा गर्भावस्था के दौरान भी चिलचिलाती धूप में अपनी टीम के साथ सड़कों पर मुस्तैदी से तैनात हैं और लोगों से लॉक डाउन का पालन करने की अपील कर रही हैं.#CGPolice #StayHomeStaySafe pic.twitter.com/SIsZdAvuOW— Dipanshu Kabra (@ipskabra) April 20, 2021
লোকেদের মাস্ক পড়ার পাশাপাশি অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বের হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর আশেপাশে আরো কয়েকজন পুলিশকর্মীকেও দেখা গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল নেটদুনিয়ায়। কিছুসংখক নেটিজেনদের মতে গর্ভবতী হওয়ার পরেও নিজের কাজের প্রতি গুরুত্ব কমেনবী তাঁর, চোরা রোদের মধ্যে দাঁড়িয়েও নিজের ডিউটি করছেন তিনি। এর জন্য তাকে অনেকেই বাহবা জানিয়েছেন।
অনেকে আবার সমালোচনা করতেও ছাড়েন নি। অনেকে বলেছেন অন্তঃসত্ত্বা অবস্থায় শিল্পার উচিত ছিল বাড়ি বসে বিশ্রাম নেওয়া। তা না করে তিনি রাস্তাঘাটে ঘুরছেন। কমপক্ষে আগত সন্তানের জন্য ভাবা উচিত ছিল তাঁর। পাশাপাশি যদি শিল্পের এইরকম অবস্থাতে তাকে ডিউটি তে আসার জন্য কেউ জোর করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন টুইটারিয়ানদের একটা অংশ।
এই ঘটনা একদিকে আমাদের অবাক করে দেয়, পাশাপাশি আগত সন্তানের জন্যও ভাবা উচিত। গত বছরেও এইরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিলো ছোট্ট সন্তানকে কোলে নিয়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন এক পুলিশকর্মী।