মাথায় ওঠেনি বিজয়ীর শিরোপা, সারেগামাপা-র ফাইনালে যে গানটি গেয়ে বিচারকদের মুগ্ধ করেন অনুষ্কা
কলকাতা গার্ডেন রিচের বাসিন্দা অনুষ্কা পাত্র এবার অংশ গ্রহণ করেছিলেন বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা -তে। শেষ পর্যন্ত বিজয়ের মুকুট তার মাথায় না উঠলেও তিনি ছিলেন দর্শকদের অন্যতম পছন্দের তালিকায়। বিদ্যাভারতীতে পাঠরত নবম শ্রেণীর এই ছাত্রী ছোট বেলা থেকেই গাইতে ভালো বসেন। মাত্র তিন বছর বয়স থেকেই তার গানের প্রতি এক আলাদা ভালোবাসা লক্ষ করেছিলেন তার মা -বাবা। তাকে প্রথম গান শেখানোর প্রচেষ্টা করেন তার দিদা এরপুর তিনি ললিত কলা একাডেমির সংগীত বিভাগ থেকে শুরু করেন তার সংগীত শিক্ষা। আর সেখানে তাকে তালিম দেন সন্দীপ ভৌমিক এবং গুরু সীমান্ত সরকার।
অনুষ্কা সবার প্রথম ‘দা ভয়েজ অফ ইন্ডিয়া কিডস’ কিডস নামক একটি রিয়ালিটি শো তে প্রথম সুযোগ পান প্রতিযোগিতার। তবে সেখানে সামান্য ভুলের কারণে তিনি মূল পর্ব থেকেই ছিটকে যান। কিন্তু সেখানে ব্যর্থতা লাভ করলেও হাল ছাড়েননি আনুশকার বাবা -মা। মেয়েকে তারা জুগিয়েছে আরো উৎসাহ। অনুষ্কা এরপর তাই সারেগামাপা লিটল চ্যাম্প এ অসাধারণ গান গেয়ে সকলের মন জয় করে নেয়। জি বাংলার জনপ্রিয় এই রিয়ালিটি শাওয়ার সথেকে কনিষ্ঠ প্রতিযোগী ছিল সে। আর প্রতিযোগিতায় গান গেয়েই সে মন জয় করে নিয়েছে টিভির ডার্টসকে থেকে শুরু করে নেটিজেনদের।
অনুষ্কা তার গানের ধারা অনুযায়ী রকস্টার হিসেবে পরিচিত হলেও সে সব ধরণের গান গাইতেই ভালোবাসে। এক কোথায় গানের বিষয়ে সে একদম ভার্সেটাইল একজন শিল্পী। অনুষ্ঠানে সে একের পর এক গোল্ডেন গিটার অর্জন করেছে। এরপর গ্রান্ড ফিনালেতে অসাধারণ গান গেয়ে মুগ্ধ করেছে সে আগত বিচারকদের।