বলিউডের জগতে ফের শোকের ছায়া, করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা
সারা বিশ্বে করোনা তার দ্বিতীয় থাবা মেরে টালমাটাল করে দিয়েছে। করোনায় ছাড় পাচ্ছে না কেউ। অভিনয় জগৎ থেকে সাধারণ মানুষ সকলেই অকল্রান্ট হয়ে পড়ছে এই মারণ ভাইরাস করোনায়। টলিউড থেকে বলিউড সমস্ত বড় বড় অভিনেতা বা অভিনেত্রীরা আক্রান্ত হয়ে পড়ছেন করোনায়। বলিউডে আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকরেরর মতো তারকারা। করোনার কারণেই আটকে গিয়েছে ছবির শ্যুটিং। ‘সূর্যবংশী’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘লাল সিং চাড্ডা’র মত ছবির মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছে।
বলিউডে ফের একটি খারাপ খবর শোনা যায়। গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের। একটি সংবাদমাধ্যমে অভিনেতার নাতি জানান যে গত ১৪ ই এপ্রিল করোনা রিপোর্ট পসিটিভ আসে। তারপর অভিনেতাকে থানের একটি কোভিড সেন্টারে ভর্তি কড়া হয়। তারপরে ধীরে ধীরে শরীরে ঘাটতি দেখা যায়। অভিনেতার শরীরে দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যায়। কিন্তু এই লড়াইয়ে আর চালিয়ে যেতে পারলেন না অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল ৮১ বছর ।
অভিনেতা বলিউডে বহু হিট ছবিতে কাজ করেছিলেন। ১৯৮৯ সালে অভিনেতা ‘ইনা মিনা ডিকা’ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেতা। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া বলিউডে ‘খাঁকি’, ‘বাস্তব : দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মত একাধিক সুপারহিট ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
অভিনেতার এভাবে চলে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। বলিউডের বহু তারকারা শোক প্রকাশ করেছেন অভিনেতার মৃত্যু সংবাদ পেয়ে। অভিনেতার মৃত্যু সংবাদ পেয়েই সহকর্মী অভিনেতা গোবিন্দ শোক প্রকাশ করেছেন। অভিনেতা রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শোক সংবাদ।