বিনোদন

নববর্ষের প্রথম দিনে মুক্তি পেল দেবের ‘গোলন্দাজ’, খুশিতে আত্মহারা অনুরাগীরা!

নববর্ষের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখে অনুরাগীদের মন খুশি করে দেওয়ার মতো দুর্দান্ত উপহার দিলেন অভিনেতা ‘দেব’। দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর টিজার আজ মুক্তি পেলো। প্রথম ঝলকেই যেন চমকে দিলেন দেব। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। উনবিংশ শতাব্দীর শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। এবার সেই চরিত্রকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন তলায় সুপারস্টার দেব।আজকের দিনে শহরের এক মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয়েছিল এই ছবির টিজার লঞ্চ ইভেন্ট। তারপর সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ‘গোলন্দাজ’-এর প্রথম ঝলক। গত বছর অগাস্ট মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার জেরে সমস্ত প্ল্যান ভেস্তে যায়। অবশেষে করোনা আবহাওয়া কাটিয়ে চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘গোলন্দাজ’ ছবি মুক্তি পেতে চলেছে।

গানে গানে প্রচলিত ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, তবে পরাধীনতার শেকল পায়ে জড়িয়েই ইংরেজদের খেলা হিসাবে পরিচিত ফুটলবলকে যে বাঙালি এই দেশের মাটিতে জনপ্রিয় করে তুলেছিলেন কালের নিয়মে তিনি হারিয়ে গিয়েছেন ইতিহাসের পাতায়। ভারতীয় ফুটবলের সেই জনক, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদ, লড়াইয়ের গল্প বলবে ‘গোলন্দাজ’ ।

১৮৭৭ সালে হেয়ার স্কুলে পড়বার সময়, কিশোর নগেন্দ্র প্রসাদ স্কুলের মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলা শুরু করেন। এরপর তাঁর প্রচেষ্টাতে তৈরি হয় ‘দ্য বয়েজ ক্লাব’-যা ছিল কোন ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত ফুটবলের প্রথম সংগঠন। সেই কারণেই তাঁকে ‘ভারতীয় ফুটবলের জনক’ বলা হয়।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ইতিমধ্যেই দেব এই ছবির ডাবিংয়ের কাজও শেষ করেছেন। ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায় দেখা যাবে ঈশা সাহা কে। ছবিতে দেবের বাবা সূর্য কুমার সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। অন্যদিকে জিতেন্দ্রর চরিত্রে দেখা মিলবে ইন্দ্রাশিস আচার্যের। এবং অনির্বান ভট্টাচার্য অভিনয় করছেন স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র সঙ্গে জুটি বেঁধে গোলন্দাজ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন। অভিনেতা দেব নিজের ফুটবল খেলার অভিজ্ঞতা বাড়ানোর জন্য ভাইচুং ভুটিয়ার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে প্রযোজক সংস্থা এস ভি এফ এর ব্যানারে মুক্তি পেয়েছিলো দেবের ‘আমাজন প্রাইম’। ফের সাড়ে তিন বছর পর, এটাকে দেবের ঘরে ফেরাও বলা যায়, এস ভি এফ এর ব্যানারে মুক্তি পেতে চলেছে দেবের ‘গোলন্দাজ’।

Back to top button