করোনা আক্রান্ত চান্দ্রেয়ী ঘোষ, হোম আইসোলেশনে জনপ্রিয় অভিনেত্রী
করোনায় আক্রান্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। গতকাল কোবিদ টেস্টার রিপোর্টে ধরা পড়েছে চন্দ্রেয়ী ঘোষের করোনা পজিটিভ। বর্তমানে চিকিৎসকের পরামর্শ নিয়ে হোম আইসোলেশন রয়েছেন এই বাঙালি অভিনেত্রী। গত দুই তিন দিন ধরে হোম আইসোলেশন থাকায় বন্ধ রয়েছে তার শুটিং। শুধু তাই নয়, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ সকলকে অনুরোধ করেছেন করোনা টেস্ট করতে, যারা তার সংস্পর্শে ছিলেন ।
জানা যায়, একটি বাংলা সিরিয়ালে বর্তমানে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। বলিউডেও কোরোনার সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ার কারণে প্রায় সকল অভিনেতা অভিনেত্রী প্রত্যেককে অনুরোধ করছেন দয়া করে মাস্ক স্যানিটাইজার ব্যাবহার করতে। এমনকি ফ্লোরেও কড়া নিয়ম মেনেই শুটিং করছেন অভিনেতা অভিনেত্রীরা। ব্যাবহার করছেন মাস্ক স্যানিটাইজার।
এক অভিনেতা জানান, ‘বার বার বারণ কড়া সত্ত্বেও ফ্লোরে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন অনেকেই । কথা কানেই নিচ্ছেন না তারা। দিন দিন যেন বেড়েই চলেছে করোনা আক্রমণের সংখ্যা। কিন্তু বর্তমানে পর পর কয়েকজন করোনা পজিটিভ হওয়ায় বুঝতে শুরু করেছে। এবং মাস্ক স্যানিটাইজার ব্যাবহার করছেন তারা। দেখা যাক, হয়তো এ বার বেশি সাবধানতা দেখা যাবে।’
View this post on Instagram