বিনোদন

বিয়ের সবে দু’মাস কেটেছে তাতেই অশান্তি! জনসমক্ষে সায়ন্তনীকে সপাটে চড় মারলেন ইন্দ্রনীল

করোনা আবহাওয়া কিছুটা কাটিয়ে ওঠার পর আমরা দেখতে পেয়েছি টলিপাড়ায় শুরু হয়েছে বিয়ের মরসুম। জনপ্রিয় সব তারকা দম্পতিরা একে একে বিয়ে সেরে নিয়েছেন। সম্প্রতি টালিপাড়ায় আরো এক তারকা দম্পত্তি বাধা পড়েছেন বিবাহ বন্ধনে। টেলিভিশন জগতে জনপ্রিয় এক অভিনেতা হলেন ইন্দ্রনীল মল্লিক এব্বং অন্যদিকে এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সায়ন্তনী সেনগুপ্ত। এই মুহূর্তে ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে কর্ণর কাকি র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সায়ান্তনীকে। এবং অন্যদিকে ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে ইন্দ্রানীলকে। দীর্ঘদিন প্রেম করেছেন এই জুটি। অবশেষে সাত পাকে বাধা পড়েছে এই জুটি। তবে বিয়ের দিন অন্য সব কনের থেকে একটু আলাদা রকম লুক এই দেখা যায় অভিনেত্রী সায়ান্তনীকে।

ইন্দ্রনীল এর পরনে ছিল হালকা রঙের পাঞ্জাবি, এবং সায়ন্তনীর লুক ছিল একটু অন্যরকম। খোলা চুল, লাল বেনারসি ও নাকে নথ পরে একটু অন্যরকম সুন্দর লাগছিলো সায়ন্তনী কে। ইন্দ্রনীল সায়ন্তনীর গাল ধরে মুখে দুস্টু মিষ্টি এক্সপ্রেশন দিয়ে সায়ন্তনীর সিঁথিতে সিঁদুর পড়িয়েছেন। সিঁদুরদানের এই ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর থেকে চুটিয়ে প্রেম করছে এই জুটি।

শুধু অভিনয়ে নয় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী। এদিকে ইন্দ্রনীল কে সোশ্যাল মিডিয়ায় সেরকম একটিভ দেখা যায় না। তবে সম্প্রতি সায়ন্তনী এবং ইন্দ্রনীল মাইল একসঙ্গে একটি রইল ভিডিও বানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ইন্দ্রনীল, ‘হারপাল মেরি ইয়াদ তুমহে তারপায়ে গি গানে এক্সপ্রেশন দিতে দিতেই সায়ন্তনীও আবার তারপায়ে গি বলতে বলতে ইন্দ্রনীলের কাছে আসে। এর সেই মুহূর্তে ইন্দ্রনীল তাঁর গালে একটা ঠাটিয়ে চড় মেরে বলে যে, ‘বিচ মে না বোল’।এর তারপর নিজের মতন গান করতে থাকে। আর ওদিকে সায়ন্তনীও গালে হাত ঘষতে ঘষতে একটা কাঁদো কাঁদো এক্সপ্রেশন দেয়। যদিও ভিডিও দেখে মনে হচ্ছে তারা পুরোটাই মজা করে করছেন।

এর আগেও এই গানে রিল ভিডিও বানিয়েছে টলিপাড়ার জনপ্রিয় কাপল।এই ভিডিওটি সায়ন্তনী তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করে সায়ন্তনী ক্যাপশনে লেখেন যে, ‘পেয়ার কা ঝাটকা’। সম্প্রতি দুজনের করা এই মজার রিল ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বেশ খোশমেজাজে রয়েছে এই ভিডিও দেখে।

Back to top button