‘পাণ্ডব গোয়েন্দা’র জন্য ‘সুবিচার’ দাবি, নইলে চ্যানেল বয়কটের ডাক দিলো দর্শকরা
জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পান্ডব গোয়েন্দা’ বেশ কিছুমাস আগেই শুরু হয়েছে। কম বেশি প্রায় প্রত্যেক মানুষ রাত ১১ টার দিকে এই ধারাবাহিক দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন। তবে শুরুর দিক থেকেই ‘পান্ডব গোয়েন্দা’র প্রোমো নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। প্রাইম টাইমে জায়গা না করতে পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক।
তবে এদিকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘পথ যদি না শেষ হয়’। যেখানে এক টেক্সি চালক মেয়েকে নিয়ে গল্প তৈরী হবে। তবে ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল পেজ থেকে ছাড়া হয়েছে ‘পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের প্রোমো।যার ফলে ‘পান্ডব গোয়েন্দা’ ভক্তরা কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন। ‘পান্ডব গোয়েন্দা’ ভক্ত দের দাবি কিছুতেই তাদের প্রিয় ধারাবাহিক বন্ধ করা হবে না।
জানা যায়, এর আগে টিআরপির অভাবে ‘ফিরকি’ ধারাবাহিক বন্ধ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে পাণ্ডব গোয়েন্দার ক্ষেত্রে এমনটা করা যাবে না বলে দাবি দর্শকদের।তবে ‘পান্ডব গোয়েন্দা’র পরিবর্তে ‘পথ যদি না শেষ হয়’ এই ধারাবাহিক হবে কি না সেই সম্পর্কে কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি চ্যানেল কর্তৃপক্ষ থেকে ।