সুখবর! এশিয়ায় কমছে করোনার প্রকোপ, স্বস্তির নিঃস্বাস নতুন তথ্যে
এই প্রথম জানুয়ারী মাসের পর চিনে একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে গেলো।সরকারি পরিসংখ্যানে আজ বলা হয়েছে যে সোমবার করণাতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন।যা গত ২ মাসের মধ্যে সব থেকে কম।তবে এরপর গত ২৪ ঘনাটি নতুন করে করণাতে আক্রান্ত হয়েছে আরো ২৪ জন ।
অপরদিকে দক্ষিণ কোরিয়া তে এই ভাইরাসের প্রকোপ বেশ ব্যাপক ভাবে পড়লেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে।
আজ চীন থেকে প্রকাশিত স্বাস্থমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বরের শুরু হওয়া করোনার আক্রমণের পর গত মঙ্গলবার নতুন করে প্রাণ হানি হয়েছে ২২ জনের আর এরফলে চিনে সরকারি মোতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১৫৮ জন।এই মুহূর্তে চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
চিনে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে ১৬১৪৫ জন।আর চিকিৎসা শেষে করণামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৬১৪৭৫ জন।চিনে নতুন করে যে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৯ জন হুবাই প্রদেশের বাসিন্দা।
চিনে করোনার আক্রমণ কিছুটা কমে গেলেও এই মুহূর্তে এই মারণ ভাইরাস আক্রমণ বাড়িয়েছে ইতালি ও ইরানে।
সারা বিশ্বে ১১৫ টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ইরান ও ইতালিতে।এশিয়াতে ক্রমশ কমে যাচ্ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।