‘খড়কুটো’ থেকে কি বাদ যাচ্ছেন গুনগুন? মুখ খুললেন নায়িকা তৃনা সাহা নিজেই
টলিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।রিমোর্ট হাতে এক কাপ চা নিয়ে যেন ‘খড়কুটো’ ধারাবাহিক দেখতে বসে পড়েন দর্শকেরা ।
তবে বেশ কিছুদিন ধরে নেটদুনিয়ায় শোরগোল পরে গিয়েছে খড়কুটো ছাড়ছেন তৃণা সাহা! এই নিয়ে গত শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করা হয়, খুব শিগ্রই খড়কুটোর নায়িকা তৃনার বদলে দেখা মিলবে আরেক অভিনেত্রীর। যার ফলে বেশ মন খারাপ হয়ে গিয়েছিলো গুনগুন ভক্তদের । তবে আসল সত্য টা কি? সত্যি কি খড়কুটো থেকে বাদ যাচ্ছেন তৃনা? এই নিয়ে এবার মুখ খুললেন নায়িকা তৃনা সাহা নিজেই।
তৃণা জানিয়েছেন, তিনি এখনো খড়কুটোর সেটেই রয়েছেন। শ্যুটিং চালিয়ে যাচ্ছেন নিয়মিত । কেউ এই ধরণের কথা বলে থাকলে তা অবশ্যই সত্যি নয়। তৃনার কথায়, বর্তমানে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক ছাড়ার কোনো প্রশ্নই নেই। এই নিয়ে মন্তব্য করাটা অপ্রাসঙ্গিক বলে মনে করেন তৃণা সাহা।
প্রসঙ্গত, আপাতত গুনগুনের পরিবার পুটু পিসির বিয়ে পরবর্তী পর্যায় নিয়ে মেতে রয়েছেন ।কিছুদিন আগে গুনগুন অর্থাৎ তৃনা সাহা কে বোরখা পরে দেখা গিয়েছে এই ধারাবাহিকে। এরপর পুলিশ সেজে ধরা দিয়েছিলেন গুনগুন। তবে গুনগুন একাই নয়, ‘খড়কুটোর’র মুখার্জী পরিবারের পুরো গ্যাং পুলিশি ছদ্দবেশে ধরা দিয়েছিলেন।