অর্থনীতি

মাত্র ৮.২৬ টাকাতেই পাবেন আপনার প্যানকার্ড নম্বর, জেনেনিন বিস্তারিত

এখন প্যানকার্ড অথবা প্যান নম্বর অনেক ক্ষেত্রেই বাধ্যতা মূলক করে দিয়েছে সরকার।সোনা কিনুন র বড় কোনো লেনদেন আপনাকে অবশ্য দিতে হবে প্যান তথ্য। কিন্তু সমস্যা হলো সবসময় তো আর প্যানকার্ড সাথে নিয়ে ঘোরা সম্ভব নয় ।রাই এবার সেই সমস্যার উপায় জানিয়েদিলো আয়কর দফতর।

আয়কর দফতর তাদের ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্কের মাধ্যমে দিতে চলেছে এই বিশেষ সুবিধা।আধার ও kYC ব্যবহার করে আপনি পেয়ে যাবেন আপনার প্যান তথ্য খুব সহজেই। আয়করদফতরের অফিসিয়াল সাইট NSDL এ গিয়ে আপনার আয়কর প্যানকার্ড ডাউনলোড করতে পারবেন সহজেই।

এই সুবিধা দেওয়া হয়েছে তাদের যারা অনলাইনের মাধ্যমে আয়কর জমা দিয়েছেন।আর এই নতুন প্যান তথ্যের জন্য আয়কর দফতর চার্জ নেবে মাত্র ৮.২৬ টাকা।

Back to top button