বিনোদন

৩৭-এ পা ‘হবু মা’ শ্রেয়ার, গায়িকাকে কিভাবে প্রপোজ করেছিলেন প্রেমী শিলাদিত্য!

ছোটবেলার থেকেই মাত্র ৪ বছর বয়সেই সংগীতের তালিম নেওয়া শুরু করেন জনপ্রিয়ও এই গায়িকা। তারপর ৬ বছর বয়সে শাস্ত্রীয় সংগীতের আনুষ্ঠানিক শিক্ষা নেওয়া শুরু করেন। তারপর কিশোরী বয়সেই অংশগ্রহণ করেন জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় সেখান থেকেই পেয়ে যান জনপ্রিয়তা ও অত্যন্ত সুরেলা কণ্ঠের কারণেই তিনি জিতে নেন বিজয়ের শিরোপা।

তিনি আর কেউ নন ?তিনি হলেন বহরমপুরের কন্যা কণ্ঠও শিল্পী শ্রেয়া ঘোষাল। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেই তিনি চলচিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির মায়ের খুব প্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে সঞ্জয় লীলা বানশালির পরিচালিত সিনেমা ‘দেবদাস’ -এ তিনি বলিউডে প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন। আর সেই সিনেমায় গান গেয়েই তিনি জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরষ্কার পান।

জনপ্রিয় এই সংগীত শিল্পী কণ্ঠও দিয়ে যায় করে নিয়েছেন সারা বিশ্ব। এরপর ২০১৫ সালে নিজের কলেজ জীবনের প্রেমিক ও শৈশবের বন্ধু শিলাদিত্য মুখার্জিকে বিয়ে করেন ৫ ফেব্রুয়ারী। বিয়ের ৬ বছর পর শ্রেয়া ঘোষাল দিলেন সুখবর। এই বছরের শুরু থেকেই বলিউড ও টলিউডের অনেক তারকার ঘরেই আগমন ঘটেছে নতুন অতিথির। আর এবার সুখবর এলো সংগীত জগৎ থেকে। মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এই খবর কিছুদিন আগেই জানিয়েছিলেন শ্রেয়া ।

তবে এবার আরো এক বছর বড় হয়ে গেলেন শ্রেয়া ঘোষাল। ৩৭-এ পা দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।ছোটোবেলার বন্ধু ইঞ্জিনিয়ার শিলাদিত্য মুখার্জীকে বিয়ে করেছেন শ্রেয়া ঘোষাল। এক দশক ডেটিং করার পর বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি । কিন্তু এক দশক আগে কিভাবে শ্রেয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন শিলাদিত্য? তবে এবার জেনেই নেওয়া যাক।

এক বন্ধুর বিয়েতে গোয়ায় গিয়েছিলেন শিলাদিত্য এবং শ্রেয়া।সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনোরকম সম্পর্ক ছিল না। তবে শিলাদিত্য মনে মনে প্ল্যান করেছিলেন তিনি শ্রেয়াকে বিয়ের জন্য প্রপোজ করবেন। বিয়ের কথা বলতে গিয়েই এই বিষয়ে শ্রেয়া জানান, ‘আমার এখনো মনে আছে শিলাদিত্য বক্স থেকে রিংটা বের করার সময় আমায় ‘কাঠবেড়ালি’ চিৎকার করে ওঠে। সেই সময় আমি বোকার মতো এদিক ওদিক ঘুরে দেখি এবং বলি কোথায় কাঠবেড়ালি। তখন সেই ফাঁকে ও রিংটা বের করে। শ্রেয়ার কথায়, ‘এটা মিষ্টি এবং হাস্যকর মুহূর্ত ছিল, আমার মনে আছে’।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

Back to top button