লাইফস্টাইল

হঠাৎ গলায় কাঁটা ঢুকলে,তখনি এই ৪টি কাজ করলেই আরাম পাবেন

আমরা মাছে ভাতে বাঙালি।মাছ খেতে আমরা খুব ভালোবেসে থাকি।মাছের মধ্যে রয়েছে এমন কিছু মাছ,যা খেতে যেমন স্বাদ তেমনি অফরোন্তু কাটা।যেমন-ইলিশ,ফলি এসব মাছের কাঁটাগুলো এমনি সূক্ষ হয় যা খাওয়ার সময় সহজেই গলায় ঢুকে যায় এবং আটকে যায়।তবে এখন কোনো চিন্তা নেই,কিছু ঘরোয়া উপায় রয়েছে,যার মাধ্যমে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন-
১।লেবুর রস
লেবু তে থাকা অ্যাসিড মাছের কাটাকে গলাতে সাহায্য করে।তাই উপকার পাওয়ার জন্যই লেবুর রসের সাথে লবন মিশিয়ে খান।
২।সাদা ভাত
গলায় কাটা আটকানোর সাথে সাথে শুকনো ভাত খান।সাদা ভাত খেলে গলার কাটা নরম হয়ে ভিতরে চলে যেতে পারবে।
৩।লবন জল
কাটা লাগার পর ঢোক ঢোক করে লবন জল পান করুন।সেই কাটা নরম হয়ে বেরিয়ে যাবে।
৪।পাকা কলা
গলায় কাটা আটকানোর সাথে সাথে পাকা কলা গিলে খান।উপকার পাবেন তখনি।

Back to top button