সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বলিউড ও টলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে দিলীপ ঘোষের হাত থেকে হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বঙ্গের রাজ্য পরিদর্শক কৈলাশ বিজয় বর্গী ও মুকুল রায় সমেত আরও অন্যান্য।
মিঠুন চক্রবর্তী এর আগে তৃণমূল দোলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সংসদ পদ দেওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তী তৃণমূল দলের হয়ে প্রচারে অংশ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে একটি অর্থলগ্নি সংস্থার আর্থিক কেনাকারীতে নাম জড়িয়ে পড়লে তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন ও শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরে যান।
বাংলায় নির্বাচনের কথা মাথায় রেখেই মিঠুন কে দলে টানতে উদ্যত হয় গেরুয়া শিবির। কিছুদিন আগেই তার সাথে দেখা করেন স্বয়ং RSS প্রধান মোহন ভাগবত। আর তারপর থেকেই মিঠুনের গেরুয়া শিবিরে যোগদানের বিষয় নিয়ে শুরু হয়ে যায় চর্চা।
রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে। ব্রিগেডের সভায় উপস্থিত হয়ে একদম বাঙালি সাজে প্রধানমন্ত্রীর উপস্থিতির আগেই মিঠুন হাতে তুলে নিলেন বিজেপির দলীয় পতাকা।
#WATCH Actor Mithun Chakraborty joins Bharatiya Janata Party at PM’s rally in Kolkata#WestBengalElection2021 pic.twitter.com/MGzGH7sSaf
— ANI (@ANI) March 7, 2021