টেক নিউজ
Jio-নিয়ে আসছে নতুন Smart Phone, যা হবে সবচেয়ে সস্তা, জেনেনিন বিশেষ ফিচার গুলো
মুকেশ আম্বানির সংস্থা টেলিকম মার্কেটে পা রাখার পর শুরু থেকেই নিয়ে আসছে বিভিন্ন চমক। এর আগে সবথেকে কম দামে ফিচার ফোন দিয়ে সকলকে চমকে দিয়েছিলো এই সংস্থা। এবার সংস্থা আবার চমক সৃষ্টিকারী দামে নিয়ে আসতে চলেছে নতুন স্মার্টফোন।
নতুন এই স্মার্টফোন বাজারে সম্ভবত পাওয়া যাবে আগামী মাসের ২৪ তারিখ।আর তার আগেই জানা গেলো সেই ফোনের বিশেষ ফিচার গুলি সম্পর্কে।
নতুন এই স্মার্টফোনে থাকছে Android v8।1 (Oreo) অপারেটিং সিস্টেম।২ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
২ মেগাপিক্সেল ক্যামেরা সামনে ও পিছনে থাকতে পারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে থাকবে ৫ ইঞ্চি ডিসপ্লে।
ভারতের বাজারে এই ফোন পাওয়া যেতে পারে ১২০০ টাকার থেকে শুরু করে ৪৫০০ টাকার মধ্যে।