বিনোদননিউজরাজনীতি

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব, জানালেন তার মনের কথা

সন্ধ্যা মানেই টিভির সামনে বসতে হবে আর এক কাপ চায়ের সাথে সিরিয়েল দেখার পালা। চা খেতে খেতে টিভির রিমোট হাতে একবার ষ্টার জলসা আর একবার জী বাংলায় নানারকম সিরিয়ালে মগ্ন থাকেন বাংলার গৃহবধূরা।

আর এবার রাজনীতির ময়দানে সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে নির্বাচনী হাওয়ায় গা ভাসিয়ে রাজনীতির ময়দানে যোগ দিয়েছেন টলিউডের বিভিন্ন তারকারা। সেই তালিকায় রয়েছেন টলিউডের উঠতি অভিনেতা যশ দাসগুপ্ত ,হিরণ থেকে শুরু করে সায়ন্তিকা ও শ্রাবন্তী। নির্বাচনের আগেই দুই রাজনৈতিক দল তারঁ০অকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পার করতে চাইছে ভোটের বৈতরণী।

এগিয়ে এসেছে ভোট। তাই চারিদিকে চলছে জোরকদমে প্রস্তুতি। টলিপাড়া থেকে শুরু করে সব জায়গায় চলছে রংবদলের খেলা। তারকাদের মধ্যে কেউ বেঁচে নিয়েছে গেরুয়া রং তো কেউ বেছে নিয়েছে সবুজ। বসন্তের উৎসব হোলি এখনো শুরুই হয়নি কিন্তু অনেকে সবুজ গেরুয়া নিয়ে মেতেছে। গোটা টলিউড বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে।

টলিউডের বহু তারকা বিজেপিতে যোগদানের পাশাপাশি কিছু তারকা যোগদান করেছেন তৃণমূলে। অভিনেত্রী মিমি, নুসরত এর পাশাপাশি রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, উস্তাদ রাশিদ খানের মেয়ে শাওনা খান, অভিনেতা ভরত কল, জল নূপুর’-এর অভিনেত্রী লাভলি মিত্র, প্রমূখরাও যোগদান করেছেন তৃণমূলে। চারিদিকে আওয়াজ উঠছে ‘খেলা হবে’।

মমতা ব্যানার্জি দলীয় প্রাথীদের নাম ঘোষণা করার পরেই তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। আর এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেতা -সাংসদ দেব। তিনি আজ বলেন ‘দলের মনোনীত প্রাথীকে সন্মান করা উচিত। এই মুহূর্তে কাজের নিরিখে মমতা ব্যানার্জির সমকক্ষ কেউ নেই। তাই দলের পক্ষ থেকে যাকে মনোনীত করা হয়েছে তার সমর্থনেই প্রচার করা উচিত।। প্রসঙ্গত টিকিট না পেয়ে একাধিক নেতা ও বিদ্যাকে মুখ খুলেছেন তৃণমূলের বিরুধ্যে।

Back to top button