LIC-র নতুন স্কীমে ২৭ টাকা প্রতিদিন বিনিয়োগ করে পেয়ে যান ১০.৬২ লক্ষটাকা
আমাদের সমাজের প্রতিটি ব্যক্তি চায় ছোট চটিও বিনিয়োগ করে কিছু টাকা জমাতে। কিন্তু অনেকেই জানেনা সঠিক ইনভেস্টমেনেন্ট প্ল্যান কি তাই অনেকে ঝুঁকিপূর্ণ ফান্ডে টাকা বিনিয়োগ করে। তবে এবার আর চিন্তা নেই খুব কম ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন দিতে LIC নিয়ে এসেছে একটি নতুন স্কিম।
সম্প্রতি LIC নিউ এন্ডোমেন্ট প্লান্ট -৮১৪ নামে একটি নতুন স্কিম শুরু করেছে।আর এই পরিকল্পনা অনুযায়ী আপনাকে শুধুমাত্র প্রতিদিন জমা দিতে হবে ২৭ টাকা।আর এই স্কীমে টাকা রাখার পর মেয়াদ উত্তীর্ণ কালে আপনি পেতে পারেন ১০।৬২ লক্ষ টাকা পর্যন্ত।শুধু তাই নয় এই স্কীমে টাকা রেখে আপনি কর ছাড় ও পেতে পারেন।
যদি আপনার বয়স ৩২ বছরের নিচে হয় তাহলে এই প্লানটিতে আপনি টাকা রাখতে পারবেন।নতুন এই স্কীমে আপনি ৩০ বছর পর্যন্ত টাকা রাখতে পারবেন।আপনি যদি স্কিম শুরু করার পর প্রতিদিন ২৭ টাকা করে জমান তাহলে ৩০ বছরে আপনার প্রিমিয়াম হবে ৩ লক্ষ টাকা।আর এরপর ৩ লক্ষের প্রিমিয়ামে বোনাস ও চূড়ান্ত অতিরিক্ত বোনাস যুক্ত করা হয় তাহলে আপনি পেতে পারেন ১০।৬২ লক্ষ টাকা।
এই স্কীমে টাকা রাখার জন্য আপনাকে প্রতিদিন টাকা জমা দিতে হবে না।পরিবর্তে আপনি বিনিয়োগ করার জন্য ১ মাস , ৩ মাস , ৬ মাস অথবা ১২ মাসের প্ল্যান নিতে পারেন।যেটা আপনার সুবিধা হবে সেই প্ল্যান অনুযায়ী আপনি আজই শুরু করে দিতে পারেন বিনিয়োগের চিন্তা।