“আমি রাজনীতি ছেড়ে দেব” বললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা যশ দাশগুপ্ত
কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বাংলায় ২১ শে নির্বাচন। আর নির্বাচনের আগে নেতাদের মুখে থাকে বিভিন্ন প্রতিশ্রুতি। কিন্তু নির্বাচন শেষ হলেই নেতা -মন্ত্রীরা হয়ে যান বেপাত্তা। সাধারণ মানুষের পক্ষ থেকে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়।
আর তারমধ্যে যদি নির্বাচনে দাঁড়ানো প্রার্থী যদি তারকা হন তাহলে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে ট্রলের বন্যা। সাধারণ থেকে নেটিজেন সকলেরই একটাই মন্তব্য তারকাদের শুধু পুজোর সময় ফিতে কাটতে দেখা যায়। তাই যশ দাসগুপ্ত সেই প্রেক্ষিতেই যেন জানালেন যে কথার কোনও দাম থাকেনা, কাজই সব প্রমান করে দেয়।
টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্ত পদ্মা শিবিরে যোগ দেওয়ার পরেই জানিয়েছিলেন যে তিনি যুব সমাজের জন্য কাজ করতে চান। রাজ্যে যেন আরও বৃদ্ধি পায় কর্মা সংস্থান। কাজের জন্য যাতে যেতে না হয় অন্য রাজ্যে। নির্বাচনে জল সেটাই হবে তার মূল লক্ষ্য। টলিউডের এই উঠতি অভিনেতার বিজেপিতে যোগ দেওয়াকে অনেকেই গুরুত্বপূর্ণ ঘুটি বলে মনে করছেন। পদ্মা শিবিরে যোগ দেওয়ার পর পরেই ইতিমধ্যে যশ দাসগুপ্ত দেখা করে ফেলেছেন বিজেপির অন্যতম বড় নেতা অমিত শাহের সাথে।
সম্প্রতি যশের নামে জল্পনা ছড়িয়েছে তিনি নাকি টাকার বিনিময়েই যোগ দিয়েছেন বিজেপিতে। আর এবার সেই জল্পনা নিয়েই মুখ খুললেন টলিউড অভিনেতা যশ। তিনি বললেন “দল থেকে এক টাকাও পেয়েছি প্রমান করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব। অভিনেতা হিসেবে আমি ভালোই রোজগার করছি। ব্যাঙ্ক ডিটেইলস পাঠানোরও হিম্মত রাখি। কিন্তু যারা আমার টাকা পাওয়া নিয়ে অভিযোগ হানছে ,তারা নিজেদের ব্যাঙ্ক ডিটেলস পাঠানোর সাহস রাখে তো ?