রাজনীতিতে যোগ দিয়েই, এবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন যশ
টলিউডের অন্দরে অনেকদিন ধরেই চলছে যশ-নুসরাতের সম্পর্ক নিয়ে গুঞ্জন। সম্প্রতি যশ বিজেপিতে যোগ দিয়েছিলেন সন্ধ্যায়। আর এই বিষয় নিয়ে আলোচনায় এনার টলিউড অভিনেতা। বিজেপিতে যোগদানের পরেই সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। সেই সাথে নুসরাত ও যশের তুলনা করা হয় বলিউডের এক হেভিওয়েট তারকা দম্পতির সাথেও।
বলিউডে অক্ষয় কুমার পরিচিত বিজেপি ঘনিষ্ট হিসেবে অপরদিকে তার স্ত্রী টুইঙ্কল খান্না বিজেপিকে কটাক্ষ করে জানান নিজের মতামত। যশ ও নুসরাতের ক্ষেত্রেও ঘটেছে এমনটাই। বিজেপিতে যোগদানের দিন নুসরাত রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করে এক টুইট করেছিলেন।
যশকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন “একই পরিবারের সদস্যরা কি রাজনীতি বা অন্য কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন না? যশ এই প্রসঙ্গে বুঝিয়ে দেন, রাজনীতি এবং হৃদয় একই সরলরেখা ধরে হাঁটে না।”
বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার পর যশ পরিষ্কার জানিয়ে দেন নুসরাতের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রে।দুজনের আলাদা আলাদা দুটি দলে থাকার বিষয়টা কোনো ভাবেই তাদের বন্ধুত্বে ফাটল ধরাতে পারবে না। তারা সুযোগ পেলে একসাথে ছবিও করবেন নুসরাত ছাড়াও যশ মিমির কথাও উল্লেখ করেন।
তারপর যশের কাছে জানতে চাওয়া হয় তবে কি তারা দুজন অক্ষয় -টুইঙ্কলের মতো আলাদা আলাদা মতাদর্শ নিয়েই শান্তিপূর্ণ ভাবে এক সাথে থাকবেন। আর এই বিষয়ে যশ বলেন “এক্ষেত্রে সে কথা বলা ঠিক হবে না। অক্ষয় কুমার এবং টুইঙ্কল খন্না বিবাহিত। আমি এবং নুসরাত তা নই।”
প্রসঙ্গত, স্বামী নিখিল জৈনের সাথে নুসরাতের দূরত্বের গুঞ্জন এখন টলিপাড়া জুড়ে। যাহ্রাও এই মুহূর্তে নুসরাত যে তার বাবা -মায়ের সাথে বালিগঞ্জের বাড়িতে থাকছেন তা স্বীকার করেছেন নিজেই। তবে তার আর যশের সাথে সম্পর্কের কথা পরিষ্কারভাবে অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী।