মানসিক সমস্যা দেখা দিতে পারে এই ৫টি কারণেই
সবারই জীবনে মানসিক ধরণের কিছু সমস্যা দেখা যায়।আর জীবনে চলতে গেলে এই ধরণের সমস্যার মুখোমুখি হতে হবেই।এমন কিছু মানসিক সমস্যা রয়েছে যা প্রত্যেকের জীবনেই বিত্তমান থাকে।তবে এর পিছনে বিশেষ করে কিছু কারণ রয়েছে,যেমন-
১।জেনেটিক মিউটেশনের কারণে
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষণায় বলা হয়, জন্মের সময় যেসব বাচ্চার জেনেটিক মিউটেশন আছে,তাদের মধ্যে সিজোফ্রেনিয়া দেখা যায়।
২।বংশগত ভাবে
এমন কিছু মানসিক অবস্থা রয়েছে,যা বংশে কারো থাকলে চলে আসে।
৩।প্রদাহ থেকে বিষণ্নতা
বিষন্নতা প্রদাহ থেকেও আসে।যেমন মস্তিষ্কের প্রদাহ থেকে বিষন্নতা চলে আসে।আর সেই থেকে মানসিক সমস্যা।
৪।বিভিন্নভাবে পৃথিবীকে দেখা
এক একজন পৃথিবীকে এক একভাবে দেখেন।সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, যাদের অ্যাংজাইটি রয়েছে তারা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করেন। এর থেকে মানসিক সমস্যা হতে পারে।
৫।সেরোটনিনের ক্ষরণ
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে,দেহে অতিমাত্রায় সেরোটনিন হরমোন ক্ষরণের ফলে মানসিক দিক থেকে অনেক সমস্যা তৈরী হয়।