বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ দর্শকদের
জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল জি বাংলার সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’ এখন বন্ধের মুখে। কারণ সিরিয়ালটির শেষের দিকে টি আরপি এখন অনেকটাই নিচে তাই চ্যানেল কর্তৃপক্ষ এমন সিধান্ত নিয়েছে। টানা দু বছর ধরে চলতে থাকা এই সিরিয়ালের কুশীলবরা একটা পরিবারের মতো হয়ে উঠেছিল। তাই চ্যানেল কর্তৃপক্ষের এমন হঠাৎ সিদ্ধান্তের কারণে এখন সদামিনীর সংসারের পরিবারের সকলেরই মন খারাপ। জানা গেছে যে চলতি মাসের ৪ ফেব্রুয়ারী শেষ হয়ে গেছে এই সিরিয়ালের সর্বশেষ এপিসোডের শুটিং। আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই সিরিয়ালের সম্প্রচার।
সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা শুনে সেটাই অনেকে জুড়ে দেন কান্নাকাটি। শিল্পী ও পরিচালক ও বাকি সদস্যরা এখন মন ভারী করে বসে আছেন সেই সাথে মন খারাপ সৌদামিনীর নিয়মিত দর্শকদের। এই সিরিয়ালের শিশু শিল্পী থেকে শুরু করে বাকিদেড় অভিনয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মাঝে।
প্রসঙ্গত, এর আগেও গত বছরের শেষের দিকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয় আর এক সিরিয়াল ‘ফিরকি’। ২৪ ডিসেম্বর ‘ফিরকি’র শুটিং শেষ হয়। ফিরকি শেষ সম্প্রচারিত হয় ২ জানুয়ারী পর্যন্ত। সিরিয়াল বন্ধ ঘোষণা হয়ে যাবার বিষয়ে মুখ্য চরিত্র লক্ষ্মী ওরফে আর্যা ব্যানার্জি ও রানী ওরফে সুজি ভৌমিক ও সিরিয়ালটির প্রযোজক সিংধা সাবু জানিয়েছেন যে দর্শকরা এখন ধারাবাহিকে তৃতীয় লিঙ্গের জীবনকাহিনী দেখা পছন্দ করছে না। চ্যানেলে তৃতীয় লিঙ্গের চরিত্র দেখলেই বদলে দিচ্ছে চ্যানেল। শহরের মানুষ যদিওবা এই সিরিয়ালটি দেখতো কিন্তু গ্রাম্য ভা ছোট শহরের লোকেরা এই বিষয়টি মন থেকে পছন্দ করে উঠতে পারেনি।
সিরিয়ালটির মুখ্য চরিত্র লক্ষ্মী জানিয়েছেন যে তিনি তৃতীয় লিঙ্গের না হয়েও এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আর এই কাজটা একরকম চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন আর্যা এমনকি সিরিয়ালে অভিনয় করতে করতে তিনি অনেকটা মিশে গিয়েছিলেন লক্ষ্মী চরিত্রের সাথে। কিন্তু শেষে সব কিছুই যেন ওলোটপালোট হয়ে গেলো। সিরিয়ালটির আর এক মুখ্য চরিত্র রানী জানিয়েছে যে সমাজ এখনো আমাদের মতো মানুষদের মেনে নিতে পারছে না। আমাদের আরও লড়াই চালিয়ে যেতে হবে।প্রযোজক কে ধন্যবাদ জানাই এমন একটি বিষয় নিয়ে সিরিয়াল তৈরী করার জন্য। আমাদের ভাগ্যই খারাপ তাই সিরিয়ালটি এখন বন্ধের মুখে।