রাজ্য
‘করোনার থেকেও মারাত্বক ভাইরাসের নাম জানালেন অনুব্রত
বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।লোকসভা ইলেকশনে পরাজয়ের পর বেশকিছুদিন পর আবার তিনি ফিরেছেন স্বমহিমায়।ফের তিনি বিভিন্ন মন্তব্যের মাধ্যমে উঠে আসছেন খবরের শিরোনামে। এবার তিনি ফের করোনা ভাইরাসের সঙ্গে মোদির তুলনা টেনে উঠে এলেন খবরে।
তিনি আজ জানালেন করণের থেকেও মারাত্বক হলো মোদী ভাইরাস।যা ভারতকে আক্রমণ করেছে।আজ সিউড়ির এক জনসভায় তিনি প্রধানমন্ত্রী ও মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেন ‘মোদী ভাইরাস আক্রমণ করেছে ভারতের অর্থনীতিকে।যার জন্য ইয়েস ব্যাংকার মতো বেশকিছু ব্যাংকার অবস্থা খারাপ।এই মোদিভাইরাসকে শেষ করার জন্য ইতিমধ্যে বাংলায় শুরু হয়েছে গবেষণা। করণের থেকেও মারাত্বক ভাইরাস হলেন মোদী।’
সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে মানুষের মনে এতটাই ভীতির সঞ্চার হয়েছে যে রাজনৈতিক নেতারাও করোনা কে ইস্যু করছে রাজনৈতিক ভীতি প্রদর্শন করার জন্য।