অফবিট

স্টিফেন হকিংকেও ছাড়িয়ে যেতে পারে এই কিশোর, কারণ জানলে অবাক হবেন আপনিও

মাত্র ২ বছর বয়সে এক রিপোর্টে ধরা পরে জ্যাকব বার্নেট গুরুতরভাবে অটিজমে আক্রান্ত।পড়া লেখা তো দূর অস্ত সঠিক ভাবে কোথায় বলতে পারতো না সে।তাকে পরীক্ষা করার পর চিকিৎসক পরিষ্কার জানিয়ে দিয়েছিলো সমাজের অনন্য শিশুদের মতো তার কাজ করার ক্ষমতা নেই।আর সে কোনোদিন অন্য বাচাদের মতো কোনো কাজ করতেই পারবেনা।

কিন্তু সেই ২ বছরের ছোট জ্যাকব এখন ১৭ বছর বয়সে পা দিয়েছে আর চিকিৎসকদের সমস্ত তথ্য ও ভবিষৎবাণী উপেক্ষা করে সে এখন তাত্বিক পদার্থ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করতে চলেছে।

জ্যাকব আমেরিকার অঙ্গরাজ্য ইন্ডিয়ানার বাসিন্দা। সে কানাডার ওয়াটারলুতে অবস্থিত বিশ্বখ্যাত পেরিমিটার ইনস্টিটিউট ফর থিওরিটিক্যাল ফিজিকসের কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে পিএইচডি করছে। সেই প্রতিষ্ঠানের সবথেকে কম বয়সের শিক্ষার্তী হলেন জ্যাকব।সেই প্রতিষ্ঠানে তার সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে।আর সবচেয়ে বড় কথা হলো ওই প্রতিষ্ঠানেই গবেষণা করেছিলেন পৃথিবী বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংস।

Back to top button