নিউজ

১ মহিলার কথায় কেঁদে ফেললেন মোদী, আবেগী হয়ে উঠলো তার চোখ

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জোর দিয়ে আসছেন।এবার মোদির এই উদ্যোগের প্রশংসা করে এই মহিলা সকলের সামনে বলে উঠলেন ‘ আপনি ভগবান।’

আজ কেন্দ্রাসারকারের প্রকল্প সম্পর্কে মতামত জানতে চেয়ে বিভিন্ন রাজ্যের মানুষের সাথে কথা বলছিলেন মোদী।আর ঠিক সেসময় দেরাদুন থেকে আগত এক মহিলা ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি ‘পরিজযোজনায় উপকৃত এক মহিলা বলে ওঠেন ‘ আমি ভগবানকে দেখিনি।কিন্তু আপনাকে ভগবানের মতো দেখেছি।আপনি আমার কাছে ঈশ্বর।’

আর এই কথা শোনার পরেই মোদী কিছুক্ষন চুপচাপ থাকেন। আবেগী হয়ে ওঠে মোদিরচোখ। জানাগেছে ওই মহিলার নাম দীপা শাহ তিনি উত্তরাখব্দের দেরাদুনের বাসিন্দা।আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সভাতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।

Back to top button