খেলা
ISL:আজ সেমিফাইনাল, তবে ফাইনালের আগেই দেওয়া হবে বিশেষ ট্রফি
জমে উঠেছে আইএসএল লীগ। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ও চেন্নাই এফসি।ম্যাচ নিয়ে শুরু হয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা আজকের ম্যাচে গোয়াকে ফাইনালে যেতে হলে জিততে হবে ৪-০ ব্যবধানে কারণ চেন্নাই প্রথমপর্বে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে।তাই আজ দুইদল জেতার জন্য করবে প্রানপন লড়াই।
তবে এসব কিছুর মাঝেও গোয়া এফসি ও তাদের ফ্যানেদের জন্য রয়েছে সুখবর যেহেতু গোয়া লীগ পর্বে এক নম্বরে রয়েছে ও এশিয়ান লিগে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে তাই একটি বিশেষ ট্রফি তুলে দেওয়া হবে গোয়া এফসিকে।
তাই টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ দেখতে আজ নজর রাখতে পারেন আইএসএলের এই সেমিফাইনাল ম্যাচে