দেশ

সাবধান! শুরু হয়েছে চাকরির নামে নতুন ফাঁদ, ভুলেও পা দেবেন না

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী ভারতে ক্রমশ বেড়ে চলেছে বেকারত্বের হার। যুব সমাজ তাদের সংসার চালানোর জন্য বেঁচে নিচ্ছে দিন-মজুরের কাজ। আর পকেটে ডিগ্রি রেখে মনে মনে আশা বাঁধছে সরকারি চাকরি পাওয়ার।আর সেই আশা ও বেকারত্বকে হাতিয়ার করে কিছু শ্রেণীর লোক শুরু করেছে তাদের প্রতারণার কারবার।

তাই সাবধান, একটি ভুয়ো প্রতারনাচক্র ভুয়ো সরকারি ওয়েবসাইট ও ইমেইল আইডি ব্যবহার করে গ্রূপ ডি তে নিয়োগের নামে চালাচ্ছে বড়সড় প্রতারণার চক্র।সম্প্রতি পূর্ব মেদিনীপুরে এক অভিযোগকারীর কাছ থেকে এমনি তথ্য পেয়েছে পুলিশ। জানাগেছে ওই প্রতারণা চক্র বিভিন্ন সরকারি সংস্থার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে সরকারি চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

পুলিশ তদন্ত করে দেখেছে যে নকল ওয়েবসাইটের সাথে আসল ওয়েবসাইটের পার্থ্যক্য মাত্র নাম মাত্র।তাই প্রসাধনের পক্ষথেকে আবেদনকারীদের ভালো করে যাচাই করে তারপর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Back to top button