লাইফস্টাইল

জানেন কি?এই ৩টি পেশা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে!

জীবনে চলতে গেলে পেশা তো করতেই হবে।পেশা ছাড়া জীবন অচল।তবে সব পেশা স্বাস্থের জন্য ভালো নাও হতে পারে।বাস্তবে সত্যিই এমন কিছু পেশা রয়েছে যা জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়-
১।পশু ডাক্তার
পশু চিকিৎসকের সংখ্যা আমাদের দেশে দিন দিন বেড়েই যাচ্ছে।অস্বাস্থ্যকর পেশা হিসেবে এটিকে ১০০ এর ভেতরে দেওয়া হয়েছে ৬০।৩ শতাংশ।পশুদের শরীর থেকে আসা রোগ, সংক্রমণ, কামড়, আচড় এবং আরো বেশ কিছু কারণে পশু চিকিৎসকদের জীবন অনেকটাই ঝুঁকির ভেতরে পড়ে যায়।
২।সেবিকা
ডাক্তারের কর্ত্যব্য যেমন একজন রোগীকে সুস্থ করে তোলা তেমনি একজন সেবিকাও রোগীকে মৃত্যুর হাত থাকে বেঁচে তোলে।তবে রোগীকে ভালো করে তুলতে হলে অনেক অস্বাস্থ্যকর কাজের মধ্যে দিয়ে যেতে হয়।আর তা স্বাস্থ্যের পক্ষে বিপদ।
৩। লোহার কারিগর
বিশেষজ্ঞরা বলেছেন,লোহা নিয়ে যারা কাজ করেন তাদের হঠাৎই অনেকধরণের বিপদ হওয়ার আশঙ্কা থাকে।যেমন-আঘাত পাওয়া,পুড়ে যাওয়া।আর এর থেকে মারাত্মক কিছু হওয়ার আশঙ্কা থাকে।

Back to top button