বিনোদন

জন্মদিনে মাকে বড্ড মিস করেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা, কারণ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরের আজ (৬মার্চ) ২৩তম জন্মদিন।জন্মদিনে তার কাছে সবাই থাকে শুধু থাকে না তার মা।কারণ দুই বছর আগে জাহ্নবীর কাপুরের মা শ্রীদেবী মারা গিয়েছেন।মা শ্রীদেবীর মৃত্যুতে জাহ্নবী প্রচন্ড ভেঙে পড়েছিল।কিন্তু তা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নেমেছেন।

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে জাহ্নবীর জন্মদিন প্রসঙ্গ উঠতেই এসে পড়লেন মা শ্রীদেবীর কথা ।এবছর জাহ্নবীর কাজের মধ্যেই জন্মদিন কাটলেও কথায় কথায় জাহ্নবী ফিরে গেলেন স্মৃতির অলিগলি। জাহ্নবী জানালেন, মা শ্রীদেবী যতদিন বেঁচে ছিলেন ততদিন অনেক আনন্দ করে তাঁর জন্মদিন উদযাপন করা হতো । পরিবারের সবাই মিলে তাঁর ঘর বেলুন দিয়ে সাজিয়ে দিত । ‘

এমনকি এই দিনে আমাকে স্পেশাল ফিল করানোর জন্যে মা কত কিছু করত। সোফায় বসে কত কথা, কেক কাটা। তবে এখন মা মারা যাওয়ার পর বাবা বনি কাপুর এখন প্রতিদিনই মায়ের এই খালি জায়গাটা পূরণ করার চেষ্টা করতে থাকেন ।

Back to top button