রাজ্য

পুরভোটের আগেই বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের, থাকছে গুরুত্বপূর্ণ বিষয়

আর কয়েক মাস পরেই পৌরসভার ভোট। তাই আজই পৌরসভার ভোটের আগেই আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীপ ধানকর।তাদের এই বৈঠকে শুধু রাজ্যে আইনশৃঙ্খলার প্রসঙ্গই থাকবে বলে জানা গিয়েছে। রাজ্যপাল জানান, যে তার অনুরোধেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তিনি এই বৈঠক করবেন।

পুরভোটের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগে পঞ্চায়েত ভোটে নানা জায়গায় দাঙ্গার সৃষ্টি হয়েছিল, মূলত এই কারণেই রাজ্যপাল তার নিজের ভাবনা গুলোকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরতে চাইছেন এই বৈঠকে।

রাজ্যপাল জানান, রাজ্যের আইনশৃঙ্খলা ও সেগুলোর সমস্যা সমাধান এই বৈঠকের মূল বিষয় থাকবে। জানা গেছে, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার শুধু ফোনে কথা হয়েছে।তারা এই প্রথম এই বৈঠকে একসাথে অংশগ্রহণ করতে চলেছেন।

Back to top button