বিনোদন

হিন্দি বলতে না পাড়ায় বড় তারকারাও খোঁচা দিয়ে কথা বলতো বলিউডের জনপ্রিয় এই নায়িকাকে

বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজের এখন ভক্তের সংখ্যা কম নেই।জ্যাকলিন বলিউডে অভিষেক ঘটার পর থেকেই একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন।বলিউডের সুপারহিট তারকাদের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।বর্তমানে তার সময় খুব ভালো যাচ্ছে।

কিন্তু জানেন কি সকলের প্রিয় এই নায়িকা একসময় হিন্দি বলতে পারতো না বলে তাকে বলিউডের বড় তারকারাও খোঁচা মেরে কথা বলতো? আর এই নিয়ে সম্প্রতি নায়িকা জ্যাকলিন মুখ খুলেছেন।জ্যাকলিন বলেন, শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতায় জেতার পর আমি ভারতে চলে আসি।তারপর ভারতে এসে আমাকে খাবার,সংস্কৃতি ও ভাষা আমাকে খুব সমস্যায় ফেলেছিলো।কারণ আমি বলিউডে এসে প্রথম প্রথম হিন্দি কথা বলতে পারতাম না।কার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে।এমনকি আমি হিন্দি শেখার জন্য রোজ ক্লাস করতাম।যার জন্য অনেক অভিনেতা অভিনেত্রী আমাকে নিয়ে মজা করতো ও খোঁচা মেরে কথা বলতো ।আমার রাগ হতো কিন্তু কিছু বলতে পারতাম না।

এমনকি শুধু তাই নয় নায়িকা জ্যাকলিন আরো বলেন, আমি একদিন একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম সেখানে আমাকে অনেকে বাঙালি পোশাক পরে দেখেও ঠাট্টা করেছিল আর বলেছিলো, ভারতীয় হওয়ার চেষ্টা করছে।

Back to top button