রাজ্য
মালদায় গণবিবাহের আসর, সেখানে মমতাকে দেখা গিয়েছে এক অন্যরূপে
গত কয়েকদিন আগেই কালিয়াগঞ্জের সভাতে মুখ্যমন্ত্রী ২টি প্রকল্প চালু করেছেন, একটি হলো ‘জয় বাংলা’ ও অপরটি হলো ‘জয় জহর’।এই প্রকল্প গুলো মূলত আদিবাসী, লোকশিল্প ও তাপশালীদের জন্য।এই প্রকল্প অনুসারে তাদেরকে পেশনের সুযোগ করে দেওয়া হবে। ফের আবার এক অন্যরূপে দেখা গেলো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মালদা জেলার এক গণ বিবাহের অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে।কথাটা শুনতে খুবই অবাক করা একটি ঘটনা।সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুবই সচেতন ব্যক্তিত্বের মহিলা।তবুও মালদা জেলার এক গণ বিবাহের অনুষ্ঠানে তাকে অন্য রূপে পেলে সেখানকার জনগণ।তিনি সেখানকার ফোক গানে আদিবাসীদের সাথে তালে তাল মিলিয়ে নেচেছেন।
এই গণ বিবাহটি তৃণমূলের পক্ষ থেকে SC ও ST -দের জন্য আয়োজন করা হয়েছিল।যাতে তারা সেখানে সবাই একসাথে সাথে হয়ে আনন্দ উপভোগ করতে পারে।