ধারাবাহিকে যুক্তিহীন ঘটনা কি টানছে দর্শক? নাকি বদলে যাচ্ছে মানুষের রুচি
টিভি সিরিয়াল মহিলাদের কাছে সন্ধ্যের একটি বিনোদনের বিষয়।মধ্যবয়স্ক থেকে বৃদ্ধা সবাই সন্ধ্যে হলে টিভি সিরিয়াল দেখবেই।এখনকার দিনে টিভি সিরিয়াল এমনই তৈরী হয়ে যাচ্ছে সেখানে কোনো বাস্তবিক ঘটনা বা যুক্তিকর ঘটনা দর্শকের পরিদর্শিত হয়ে থাকেনা, তা সবাই ভালো করে জেনে গেছেন নিশ্চই।
বাংলা ধারাবাহিকগুলোর বিকাশ পথে অনেক প্রতিযোগিতা হয়ে থাকে, যার কারণে চিত্রনাট্যকারদের নানা সমস্যার সম্মুখীন হয়ে হয়।যার কারণে চিত্রনাট্য গুলো প্রথমে ভালো থেকে শুরু হয়, এরপর ধীরে ধীরে বড় হতে থাকায় সেই চিত্রনাট্যটি এমন জায়গায় পৌঁছে যায় যে চিত্রনাট্যের সাথে গল্পের কোনো মিল থাকেনা।এরই মধ্যে জনপ্রিয় টিভি সিরিয়াল, ‘কে আপন কে পর’ সিরিয়ালে প্রধান চরিত্রে থাকা জবাকে এই বোমা নিষ্ক্রিয় করতে দেখা যায় একটি সাধারণ কেঁচির দ্বারা।আর অপরদিকে ‘কৃষ্ণকলি’র শ্যামা এক দুর্ঘটনার পর সে দুধের মতো সাদা হয়ে যায় যা খুবই ভাইরাল হয়ে যায়।
এরই পরে সেই ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।ইন্টারনেটে বিনোদন দেওয়ার মাধ্যম এতো হয়ে গিয়েছে যে, কিছুক্ষনের মধ্যে যেকোনো কিছু ভাইরাল হয়ে যায়।
এখন প্রশ্ন হচ্ছে চিত্রনাট্যকারেরা এভাবেই যুক্তি হীন ভাবে ধারাবাহিক সিরিয়ালের ঘটনা প্রদর্শন করবে? নাকি টিআরপির সঙ্গে লড়াই করতে গিয়ে নিয়ে আসবে আরো সব চমকে দেওয়া অবাস্তব ঘটনা?
আর দর্শকের রুচিবোধ কি দিন দিন পরিবর্তিত হয়ে এমন পর্যায়ে যাবে যা অবাস্তব দৃশ্যকেও চুপচাপ মেনে নেবে শুধুমাত্র বিনোদন পাওয়ার জন্য? এখন দেখার সুশীল সমাজ কোন দিকে যায় ।