বিনোদন

সৌমিত্রর পর ফের মৃত্যু টলিউডে, চলে গেলেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা!

কিছুদিন আগেই মারা গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী। আর এবার ফের এই পৃথিবী ছেড়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মনু মুখার্জী। রবিবার সকালে তিনি মারা গিয়েছেন। বয়স ছিল ৯০। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বয়সজনিত রোগ এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেতা। কিন্তু অবশেষে আর শেষ রক্ষা হলো না তার। চলেই গেলেন এই পৃথিবী ছেড়ে ও কাছের মানুষদের ছেড়ে।

 

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা। এরপর বেড়ে ওঠা সেখানেই। পড়াশোনা শেষ করে তিনি অভিনয় জগতের দিকে পা বাড়ান । বেশ কয়েকটি ছবি করে দর্শকদের কাছের একজন হয়ে ওঠেন অভিনেতা মনু মুখোপাধ্যায়।তবে শুধু সিনেমা করেই দর্শকদের মন জয় করেননি অভিনেতা মনু মুখোপাধ্যায় । সেই সঙ্গে চালিয়ে গেছেন একের পর এক ধারাবাহিক। ষ্টার জলসার পাশাপাশি জি বাংলাতেও অভিনয় করেছেন এই অভিনেতা।

কিন্তু হঠাৎ করে অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় গোটা টলি পারা। অনেকেই মেনে নিতে পারছেন না অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই। এই অভিনেতা বেঁচে থাকাকালীন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, সোনার খাঁচা, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান, দাদার কীর্তি সহ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন।

Back to top button